কলাপাড়ার আলোচিত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে বদলি করা হয়েছে। রোববার বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহীন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য সূত্রে জানা গেছে, আলোচিত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে (পরিচিতি নম্বর ১৭২০০) বরগুনার আমতলী ইউএনও হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদায়ন করা হয়েছে। আলোচিত ইউএনওর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের স্বার্থে তাকে ১৮ কি.মি দূরত্বের পার্শ্ববর্তী আমতলী উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কাণ্ডে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র স্বাক্ষর নিয়ে গুঞ্জন ওঠে। এ ঘটনায় জেলা প্রশাসনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়।
এ ঘটনায় কলাপাড়া থানায় ভূমি অফিস সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে একমাত্র আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের নামে একটি ফৌজদারি মামলা দায়ের হয়। পরে মামলার এজাহারভূক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। শিগরিগরই এ মামলার অপরাধ সম্পর্কিত বিষয়টি নিয়ে তদন্তে মাঠে নামছে দুদুক।
Updated24.com Latest Information Here / Technology news, android apps review, online tutorials, Tips & tricks , movie download Knowledge Latest Information Here. updated24.com