Saturday , December 9 2023

চট্টগ্রামে যুবকের আত্মহত্যা, মোবাইল চুরির অপবাদ দেওয়ার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় রফিকুল ইসলাম নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে নিজ বাড়ির পাশে রফিকুল বিষপান করে।

জানা গেছে, মারা যাওয়া রফিকুল দাঁতমারা এলাকার বাসিন্দা। তার দুইজন ছেলে আছে।

রফিকুলের মামা শ্বশুর আবুল হাসেম ঢাকা পোস্টকে বলেন, রফিকুল ফার্নিচারের নকশা মিস্ত্রী, তার নিজের দোকান রয়েছে হেঁয়াকো বেক বাজার এলাকায়। কিন্তু পার্শ্ববর্তী দোকানদারের সঙ্গে ব্যবসায়িক ও রাজনৈতিক ঝামেলা ছিল তার।

তিনি বলেন, গতকাল রোববার তার দোকানে একটি মোবাইল রেখে আসে তার প্রতিপক্ষের লোকজন। পরে বলা হয় রফিকুল মোবাইলটি চুরি করছে। পরে রফিকুলের দোকানে তল্লাশি করে তারা মোবাইলটি পায়। এরপর কমল নামের একজন রফিকুলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে দোকান থেকে নিয়ে মারধর করে আটকে রাখে। পরে ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এই ঘটনার পরে বাড়িতে ফিরে বিষ পান করেন রফিকুল। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল হাসেম বলেন, মূলত মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে রফিকুল আত্মহত্যার জন্য বিষপান করেছিলেন। যাদের কারণে রফিকুল আত্মহত্যা করেছে তাদের বিচার চাই।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, গতকাল রফিকুল নামে একজন বিষপান করেছিল। আজকে চমেক হাসপাতালে তিনি মারা গেছেন।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, আমরা শুনেছি রফিকুল পাশের দোকান থেকে একটি মোবাইল নিয়ে এসেছিলো। পরে পাশের দোকানের লোকজন তল্লাশি করে মোবাইলটি রফিকুলের দোকানে পায়। পাওয়ার পর এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ হয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। বিচার শেষে বাড়ি যাওয়ার পথে রফিকুল বিষ খেয়েছিল।

About admin

Check Also

বিসিএস

৪৫তম বিসিএসের প্রিলির ফল ১১ জুনের মধ্যে

মেডিভয়েস রিপোর্ট: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১১ জুন বা তার আগেই প্রকাশ করা হতে …