চীনা মেয়েরা তো ভিডিওতে দেখা যায় অনেক সুন্দর,বাস্তবে কি আসলেই ওরা এত বড় হয়?

প্রশ্নটা শুনেই হাসি পেয়ে গেল! ওরা এত বড় মানে কি? আচ্ছা বুঝলাম বড় সড় বা মোটা বুঝচ্ছেন!সত্যি কথা বলতে চীন বা কুরিয়ান মেয়েদের আমরা যেমন দেখি তারা বাস্তবে এরকম নয়৷ তারা এত সুন্দর নয় বা স্লিম বডির অধিকারী সবাই না৷ আমার এক আপু চীনে থাকেন ওনাকেও একই কথা জিজ্ঞেস করেছিলাম৷ উনি বলেন উনি কখনোই এরকম কাউকে দেখেননি স্লিম বা পা এত লম্বা! যা সাধারণত টিকটকে দেখা যায়৷ তবে হ্যা এটা সত্যি যে চীনাদের বেশিরভাগই মঙ্গলীয় চেহারার অন্তর্ভুক্ত৷তবে আসুন আপনার প্রশ্নে চীনারা কি এরকম কিনা! হ্যা, চীনাদের বেশিরভাগই স্বাভাবিক এশিয়দের মতোই বডির গঠন কিন্ত চেহারা মঙ্গোলিয়ান৷ আসলে যে টিকটক বা ইনস্টাগ্রামে সর্ট ভিডিও গুলো দেখতে পান সেখানে তারা এক ধরণের ফিল্টার ব্যবহার করে! যার ফলে তাদের বডি সেইপ বা বডির কালার অনেকটাই পরিবর্তন হয়ে যায়৷ আর লম্বা হওয়ার ক্ষেত্রেও একই প্রসেস৷ তথা ফিল্টার!আসুন কয়েকটা বিফোর এন্ড আফটার ফিল্টার ইফেক্ট দেখি-

বাম ফিল্টার করা. যত মোটা তত চিকন।

ডানেরটি ফিল্টার করা৷

নাইস ফিল্টার

আমারও এমন একটা ফিল্টার এডিটর দরকার! সম্ভবত ইনস্টা বা টিকটকেরই নিজস্ব কিছু ফিল্টার আছে হয়ত!বাই দা রাস্তা, আমার কিন্তু এই ফিল্টার করা মেয়েদরকেও ভাল লাগে না কেমন জানি সাপের মতো লাগে!

About admin

Check Also

ইসলামে ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবনকাল

মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ যৌবনকাল। ইসলামে এ সময়ের ইবাদতের মর্যাদাও সবচেয়ে বেশি। মহান আল্লাহ মানুষকে …