Saturday , May 18 2024

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

গত মাসেই ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। গত মার্চে ঢাকায় ঘুরে গেছেন অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

এবার ঢাকায় আসছেন আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এটি হতে যাচ্ছে নোরার প্রথম ঢাকা সফর। জানা গেছে, ঢাকায় একটি পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি।

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, নোরা ফাতেহির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝির দিকে তিনি ঢাকায় আসবেন।

অনুষ্ঠান আয়োজকদের একজন জানান, নোরা ফাতেহির সঙ্গে ইতোমধ্যেই চূড়ান্ত আলোচনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝির দিকে তিনি ঢাকায় আসবেন।

আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন নোরা। এর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এর বাইরে দক্ষিণী সিনেমাতেও সরব উপস্থিতি তার।

About admin

Check Also

পরীমণির ছেলের সঙ্গে খোশগল্প করছেন দাদি-নানি

গত ১০ আগস্ট প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বাবা হয়েছেন অভিনেতা …