গরম কিংবা শীতে যেমন ত্বকের আলাদা যত্নের প্রয়োজন তেমনি বর্ষায়ও চাই ত্বকের বাড়তি যত্নের। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম কম হলেও ত্বক হয়ে থাকে তৈলাক্ত। ত্বক নিষ্প্রাণ হতে থাকে। এই নিষ্প্রাণ ভাব কমাতে ভরসা রাখতে পারেন নারকেলের দুধের ওপর। এতে রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন।
নারকেলের দুধের যত উপকার:
ত্বকের শুষ্কভাব কমায় নারকেলের দুধ
ত্বকের আর্দ্রতায়
বর্ষাকালে আর্দ্রতায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে ওঠে। শুষ্কভাব কমাবে নারকেলের দুধ। যেভাবে ব্যবহার করবেন:
নারকেলের দুধ ২ চামচ
দই ১ চামচ
নারকেলের দুধের সঙ্গে দই মিশিয়ে মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর তুলো দিয়ে ফেসপ্যাক তুলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহারে ত্বকের হারানো আর্দ্রতা ফিরে আসবে।
ব্রণ দূর করতে
যাদের ভীষণ ব্রণের সমস্যা তারা নারকেলের তেল ব্যবহারে উপকার পাবেন। যেভাবে ব্যবহার করবেন:
হলুদ গুঁড়ো ২ চামচ
নারকেলের দুধ ১ চামচ
নারকেলের দুধ ও হলুদ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে পুরো মুখে লাগিয়ে নিন। এটি ব্রণ, ত্বকের কালো দাগছোপ দূর করে। সপ্তাহে ২ বার ব্যবহারে ত্বকের ব্রণ ও দাগ কমে যাবে।
ত্বকের নিষ্প্রাণ ভাব কমাতে ভরসা রাখতে পারেন নারকেলের দুধের ওপর
ত্বকের কোমলতায়
বর্ষায় ত্বক অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। রুক্ষতা কমাতে নারকেলের দুধ যেভাবে ব্যবহার করবেন:
নারকেলের দুধ ১ চামচ
গুঁড়ো করা ওটস আধ চামচ
নারকেলের দুধের সঙ্গে মিহি করে গুঁড়ো করা ওটস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে তুলো দিয়ে ফেসপ্যাক তুলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।। সপ্তাহে ২ বার ব্যবহারে ত্বকের ওপর জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে। ত্বক হয়ে উঠবে কোমল।
Updated24.com Latest Information Here / Technology news, android apps review, online tutorials, Tips & tricks , movie download Knowledge Latest Information Here. updated24.com