Friday , September 22 2023

পরীমণির ছেলের সঙ্গে খোশগল্প করছেন দাদি-নানি

গত ১০ আগস্ট প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বাবা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। রাজ-পরী তাদের পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র নতুন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, পরীর ক্ষুদে রাজকুমার ‘রাজ্য’র সঙ্গে গল্প গুজবে ব্যস্ত দাদি ও নানি।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘চলিতেছে খোশগল্প ভাবসাব! তাঁর দাদি ও নানির সাথে’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, হাসপাতালে ৫ম দিন।

পরীর পোস্ট থেকে জানা গেছে, ছবিটি তুলেছেন পরীমণির স্বামী অভিনেতা শরীফুল রাজ। এখনও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী, যেখানে তিনি সন্তানের জন্ম দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এসেছে প্রথম সন্তান।

About admin

Check Also

সাবেক প্রেমিককে নিয়ে বিরক্ত শাকিরা!

বেশ কিছুদিন ধরেই কাজের চেয়ে কর ফাঁকির মামলা এবং সম্পর্ক বিচ্ছেদ নিয়ে আলোচনায় রয়েছেন জনপ্রিয় …