একটি কুকুর সবোচ্চ কতটুকু দীর্ঘ হতে পারে। যে কারও চোখ কপালে উঠে যাবে বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় কুকুর সম্পর্কে জানলে । ৪৪ ইঞ্চি দীর্ঘ এ কুকুরটির বাস যুক্তরাষ্ট্রের মিশিগানে । তার মনিব আদর করে নাম রেখেছেন ‘জিউস’ । গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়ে এরই মধ্যে অফিসিয়াল স্বীকৃতি অর্জন করে ফেলেছে জিউস ।
পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালে জিউস কোনো অংশে দীর্ঘকায় মানুষের চেয়ে কম যায় না । অবিশ্বাস্য হলেও সত্যি, জিউসের উচ্চতা সাত ফুট চার ইঞ্চি বা দুই দশমিক দুই মিটার!
কি বিশ্বাস হচ্ছে না?
না হওয়ারই কথা ।এদিকে আরেক দৈত্যকায় আকারের কুকুর জায়ান্ট জর্জকে পেছনে ফেলেছে জিউস । জর্জের চেয়ে তার উচ্চতা এক ইঞ্চি বেশি । জিউসের মনিব ডেনিস ডুরল্যাগ তিন বছর ধরে কুকুরটির দেখাশোনা করছেন । তিনি বললেন, ‘মানুষ একটি প্রশ্ন প্রায়ই করে । ও কি কুকুর না ঘোড়া? জিউস যদি কারও পায়ের ওপর দাঁড়ায় , তবে নির্ঘাত ক্ষতচিহ্ন ফেলবে সেখানে । আমরা যখন জিউসকে বাড়িতে এনেছিলাম , তখন তাকে পরিবহনে আলাদা একটি পিকআপ ট্রাক ভাড়া করতে হয়েছিল ।’
Updated24.com Latest Information Here / Technology news, android apps review, online tutorials, Tips & tricks , movie download Knowledge Latest Information Here. updated24.com