প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো। ভুল ভুলাইয়া ২ দেখতে বসে মাথায় অক্ষয় কুমার (Akshay Kumar) এবং বিদ্যা বালনের (Vidya Balan) ভুল ভুলাইয়ার হ্যাংওভার নিয়ে বসবেন না প্লিজ। Bhool Bhulaiyaa 2 দেখুন শুধুমাত্র এই ছবিটি দেখার জন্যই। হ্যাঁ এবার আসি ছবি কেমন হল সেই কথায়। ছবির শুরুতেই ছোট্ট রীতের দেখা পাওয়া যায়। কোনও এক মরুভূমির মাঝে প্রিয় বৌদি অঞ্জুলিকাকে আঁকড়ে ধরে আছে। জাম্পকাট সিন ২। এলাহি হাভেলি ছেড়ে বেরিয়ে আসে ঠাকুর পরিবার। কারণ তাঁদের পরিবারেরই এক সদস্য গুম ঘরে বন্দি করে রাখা মঞ্জুলিকার আত্মার সঙ্গে হাত মিলিয়েছে। এই ছবিতে অক্ষয়-বিদ্যার ভুল ভুলাইয়ার কোনও হ্যাংওভার পাবেন না। Bhool Bhulaiyaa 2 ম্যাজিক ক্রিয়েট করেছে তার স্বতন্ত্র ভাবনায় ও এগজিকিউশনে।
হরর কমেডির রাজা Anees Bazmee এবারও এক্কেবারে পাখির চোখে তীর মারতে পেরেছেন। সিচুয়েশনাল কমেডি, বুদ্ধিদীপ্ত সংলাপ এবং দুরন্ত সব মজার টুকরো টুকরো মুহূর্ত এই ছবির ইউএসপি।
রুহানের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। কিছু কিছু দৃশ্যে অক্ষয় কুমারের কিছু ম্যানারিজম রিক্রিয়েট করেছেন বটে। কিন্তু তা দেখে আপনার বিরক্তি লাগবে না। বরং মনে হবে যেন অক্ষয়কে ট্রিবিউট দিয়েছেন কার্তিক। কিয়ারা আডবাণীর (Kiara Advani) সঙ্গে কার্তিকের রসায়নে যদিও একটু যেন খচখচানি থেকে যায়।
এই ছবির বড় পাওনা খুব স্বাভাবিকভাবেই পোড় খাওয়া অভিনেত্রী Tabu-র অভিনয়। তাঁর অভিনয়ে, তাঁর বডি ল্যাঙ্গোয়েজে যে গ্রেস এবং এলিগেন্স আছে, তা সহজাত। এ জিনিস ট্রেনিংয়ে হয় না। কেন যে বলিউড তাঁর মতো এমন এক দুরন্ত অভিনেত্রীকে আর সুযোগ দিল না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের ছবির সঙ্গে যোগসূত্র বজায় রাখতে পুরনো কিছু চরিত্রকে ফিরিয়ে এনেছেন এই ছবিতেও। ছোটে পন্ডিতের চরিত্রে রাজপাল যাদব (Rajpal Yadav) বুঝিয়ে দিলেন আরও একবার যে তিনি কত উঁচু দরের অভিনেতা। মিস করা যায় না সঞ্জয় মিশ্র (Sanjay Misshra) এবং রাজেশ শর্মার (Rajesh Sharma) নিখুঁত অভিনয়ও। নজর কাড়লেন শিশু শিল্পী সিদ্ধান্ত ঘেগাডমাল (Siddhant Ghegadmal)। মানব চরিত্রের এক অন্ধকার দিক কাটাছেঁড়া করা হয়েছে Bhool Bhulaiyaa 2-এ।