বিশ্ববিখ্যাত অনেক ব্যক্তি তাঁদের প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিলেন৷ অনেকেই হয়েছেন তীব্র বঞ্চনার শিকার। কিন্তু তাঁরা কেউ থেকে থাকেননি। চালিয়ে গিয়েছেন প্রচেষ্টা। আজ থাকছে এমন কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের প্রথম প্রচেষ্টার গল্প..
টমাস আলভা এডিসন
টমাস আলভা এডিসন যখন স্কুলে পড়তেন তখন শিক্ষক বলেছিলেন, ছেলেটা প্রচন্ড নির্বোধ। ছেলেটিকে দিয়ে কিছুই হবে না। কথাটি শুনে এডিসনের মা এডিসনকে স্কুল ছাড়িয়ে বাসায় পড়ানো শুরু করলেন। মা’য়ের কাছে পাওয়া শিক্ষাই এডিসন পরবর্তী জীবনে লাগিয়ে সফল হয়েছিলেন।
উইনস্টন চার্চিল
ষষ্ঠ শ্রেণীতে ফেইল করেছিলেন তিনি। এছাড়াও হেরে গিয়েছিলেন জীবনে যতগুলো পাবলিক অফিস রোলে নির্বাচন করেছিলেন তার সব কয়টিতেই। এই মানুষটিই পরবর্তীতে ৬২ বছর বয়সে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন।
হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স
হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স তাঁর তৈরি চিকেন রেসিপি নিয়ে প্রায় একহাজারটিরও বেশি রেস্টুরেন্টে ঢুঁ মেরেছেন। কিন্তু কেউ তাঁকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি। কিন্তু সর্বশেষ একটিমাত্র রেস্টুরেন্ট তাঁর রেসিপিটি গ্রহণ করে। আর আজ তাঁর ছবি বিশ্বের সব কেএফসি রেস্টুরেন্টে শোভা পাচ্ছে।
আব্রাহাম লিঙ্কন
জীবনব্যাপী ব্যর্থতার হিসেবে আব্রাহাম লিঙ্কনের হিসেবটা মোটেও কম নয়। সালের হিসেবে তাঁর ব্যর্থতার তালিকাটি: ১৮১৬: তাঁর পরিবারকে জোরপূর্বক বাড়িছাড়া করা হয়। সে সময় আব্রাহাম লিংকনকে কঠোর পরিশ্রম করতে হয়েছে পরিবার চালাতে। ১৮৩১: ব্যবসায় অসফল ১৮৩২: রাজ্য আইনসভা প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই ও পরাজয়। ১৮৩২: কর্মস্থল হতে চাকরিচ্যুত হওয়া। এরপর আইন স্কুলে ভর্তির চেষ্টা করা সত্ত্বেও অসফল হওয়া। ১৮৩৩: বন্ধু থেকে ডলার ধার নেন ব্যবসা করার উদ্দেশ্য। কিন্তু বছরের শেষ দিকে দেউলিয়া হয়ে যান। পরবর্তী ১৭ বছর বন্ধুর থেকে নেওয়া এই ঋণটি শোধ করে গেছেন। ১৮৩৫: একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়। কিন্তু দূর্ভাগ্যবশত তাঁর বাগদত্তা মারা যান। ১৮৪০: হতে চেয়েছিলেন নির্বাচক। কিন্তু এখানেও ব্যর্থ। ১৮৪৩: কংগ্রেস নির্বাচনে লড়েছিলেন। এখানেও হার মানতে হয়। ১৮৪৮: কংগ্রেস পুনঃনির্বাচনে লড়াইয়ে নামেন। এখানেও ব্যর্থ। ১৮৪৯: চেয়েছিলেন নিজ রাজ্যে ভূমি অফিসার হিসেবে কাজ করতে। তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। জীবনের এত ব্যর্থতার পরেও উনি ১৮৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।