Wednesday , January 22 2025

আবারও দর্শক মাতাতে আসছে আল্লুর ‘পুষ্পা ২’

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এ অভিনেতার ঝুলিতে রয়েছে অসংখ্য সুপার হিট সব সিনেমা। গত বছরের শেষদিকে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’। এর রেশ কাটতে না কাটতেই আসছে তার সিক্যুয়াল। আল্লু অর্জুন এবং রাশমিকা মন্দনা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’র সাফল্য ছিল আকাশছোঁয়া।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (২২ আগস্ট) শুরু হয়েছে ‘পুষ্পা ২’র শুটিং। আসছে ‘পুষ্পা: দ্য রুল’। এতে মহা খুশি তার ভক্তরা।

পরিচালক প্রথমদিনে শুটিংয়ের আগে পূজা করেন। পরিচালক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘পুষ্পারাজ ফিরে আসছে! আবারও শাসন করতে আসছে। পূজার মাধ্যমে শুরু হচ্ছে বিগ বাজেট ও বহুল প্রত্যাশিত সিক্যুয়াল ‘পুষ্পা’।

এর আগে গত ২৯ জুলাই, আল্লু নতুন লুকের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাকে হাতে সিগারেট, সাদাকালো চুল, রহস্যময় চেহারায় দেখা যায়। তবে এখনো জানা যায়নি কবে মুক্তি পাবে সিনেমাটি।

About admin

Check Also

পরীমণির ছেলের সঙ্গে খোশগল্প করছেন দাদি-নানি

গত ১০ আগস্ট প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বাবা হয়েছেন অভিনেতা …