Sunday , February 23 2025

Tumi Ar Nei She Tumi | তুমি আর নেই সে তুমি lyrics

জানি না জানি না কেন এমনও হয়
জানি না…
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি…

তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে (২)

হাসো না হাসো না সে হাসি মধুময়
হাসো না…
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি…

তোমার সাপেরও বেনী দোলে না
দোলে না হাওয়ার বাঁশি শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে (২)

গুনগুন গুনগুন করো না অসময়
গুনগুন…
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি।

জানি না জানি না কেন এমনও হয়
জানি না…
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি।

About admin