Sunday , February 23 2025

বর্ষায় ঘরের ভ্যাপসা ভাব দূর করবেন যেভাবে 

হঠাৎ এই রোদ তো এই বৃষ্টি। তবু ভ্যাপসা ভাব দূর হওয়ার না। বিশেষত ঘরের ভেতর ভ্যাপসা গন্ধ যেন দূর হচ্ছেনা। এতে মশার উপদ্রব যেমন বাড়ে তেমনই স্বাস্থ্য-ঝুঁকিও বাড়তে পারে। কেন এমনটা হয়? বর্ষায় অনেক সময় ঘরের ভেতরেই কাপড় শুকোতে দেন। আবার ঘরের ভেতর বৃষ্টির ছাঁট আসা কিংবা আলো বাতাস না ঢুকলে এমন সমস্যা হতেই পারে। তাই বলে এই গন্ধ কি দূর করা সম্ভব নয়? এয়ার ফ্রেশনার ব্যবহার করতে না চাইলে এই টিপসগুলো অনুসরণ করতে পারেন: 

বৃষ্টি হলেও দীর্ঘক্ষণ জানালা বন্ধ রাখবেন না

  • ঘরের কোনো উঁচু আসবাবে বাটিতে কিছু ভিনেগার ঢেলে রেখে দিন। ভিনেগারই স্যাঁতস্যাঁতে বা বাজে গন্ধ দূর করে দেবে। মূলত ভিনেগার বাজে গন্ধ শুষে নেয়।
  • আজকাল এয়ার ফ্রেশনার-এর বদলে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেগুলো জ্বালিয়ে রেখে বা ঘরে উন্মুক্ত রাখলে হবে।

এয়ার ফ্রেশনার-এর বদলে সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন

  • জানালার পর্দা সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন। অনেক সময় এখানেও গন্ধ হতে পারে।
  • বৃষ্টি হলেও দীর্ঘক্ষণ জানালা বন্ধ রাখবেন না। সময়ে অবশ্যই খুলে দিতে হবে। তাতে বাইরের হাওয়া এসে ভেতরে উটকো গন্ধ দূর করবে। 

About admin

Check Also

বর্ষায় কেন দাড়ি চুলকায়

নায়ক থেকে গায়ক, মডেল থেকে খেলোয়াড়—দাড়ি রাখতে পছন্দ করেন অনেকেই। কারও আবার পছন্দ দাড়িহীন গাল। …