স্মার্টফোনের গতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় জায়গা খালি রাখতে হবে
ফোনের স্টোরেজ ৯০% এর বেশি হয়ে গেলেই স্মার্টফোন ধীর গতির হয়ে যায়। ফলে প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল বা কোনো ফাইল নামানোর ক্ষেত্রে এবং দ্রুত কোনো কাজ করতে চাইলে তা ব্যাহত হয়। তাই স্মার্টফোনের গতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় জায়গা খালি রাখতে হবে। চলুন, জেনে নেওয়া যাক ফোনের জায়গা খালি করার কয়েকটি কৌশল।
অব্যবহৃত ফাইল মুছে ফেলা
ফোনে অনেক ধরনের অপ্রয়োজনীয় ফাইল থাকে যা একবার ব্যবহার করার পর আমাদের আর প্রয়োজন হয় না। এছাড়াও অনেক অ্যাপস থেকে স্বয়ংক্রিয়ভাবে ফাইল ডাউনলোড হয়ে স্টোরেজ ভরে যায়। এতে ফোন ধীর গতির হওয়া শুরু হয়। তাই অ্যাপস গুলো থেকে অটো ডাউনলোড অপশন বাদ দিতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ফাইল গুলো একেবারে মুছে ফেলতে হবে।
NFC কি? কিভাবে NFC কাজ করে? what is NFC
ক্যাশ মেমোরি মুছে ফেলা
ফোনে ব্যবহৃত সকল অ্যাপসই তাদের সকল ডেটা জমা করে রাখে। এ তথ্য গুলো যেখানে জমা হয় তাকে ক্যাশ মেমোরি বলে। প্রত্যেকটি অ্যাপস থেকে এসকল ক্যাশ মেমোরি মুছে ফেলতে হবে। এ জন্য প্রথমে ফোনের সেটিংস থেকে অ্যাপস ম্যানেজমেন্ট অপশনে গিয়ে অ্যাপস নির্বাচন করে ক্লিয়ার ক্যাশ মেমোরি নির্বাচন করে ফোন থেকে মুছে ফেলতে হবে।
স্টোরেজ সেটিংস অপটিমাইজেশন
অনেক ফোনেই বাই ডিফল্ট বা আগে থেকেই বিল্ট-ইন স্টোরেজ অপটিমাইজেশন সুবিধা রয়েছে। এ সুবিধা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ফাইল ব্যবস্থাপনা করে ফোনের জায়গা খালি করতে হবে।
ফোন রিস্টার্ট করা
রিস্টার্ট করলে ফোনে থাকা অস্থায়ী ফাইল এবং সিস্টেম ক্যাশ মেমোরি মুছে যায়। এর ফলে সিস্টেম রিফ্রেশ হওয়ার পাশাপাশি ফোনের জায়গাও খালি হয়। তাই মাঝে মাঝে ফোন রিস্টার্ট করতে হবে ।
গুরুত্বপূর্ণ ফাইল ড্রাইভে সংরক্ষণ
গুরুত্বপূর্ণ ফাইল ও ছবি ফোনের বদলে ড্রাইভে সংরক্ষণ করে ফোনের জায়গা খালি করা যায়। আর তাই নিয়মিত গুরুত্বপূর্ণ ফাইল ও ছবিগুলো ড্রাইভে সংরক্ষণ করে ফোন থেকে মুছে ফেলতে হবে।
অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলা
ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস থাকে। আবার অনেক সময় গেমিং অ্যাপ দিয়ে ফোন ভরপুর থাকে। তাই ফোনের গতিশীলতা বজায় রাখার জন্য সেটিংস অপশন থেকে বা অ্যাপস এ চাপ দিয়ে ধরে রাখলে সেখান থেকে মুছে ফেলবো।