Wednesday , January 22 2025
হারিয়ে যাওয়া ফোন থেকে ব্যক্তিগত ও গোপন তথ্য মুছবেন যেভাবে

হারিয়ে যাওয়া ফোন থেকে ব্যক্তিগত ও গোপন তথ্য মুছবেন যেভাবে

ফোন চুরি হলে বা হারিয়ে গেলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন অনেকেই। কেউ আবার দৌড়ান থানায়। কিন্তু যা সবচেয়ে আগে জরুরি, তা হলো ফোনের সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা।

এখানে আপনি জানতে পারবেন

ফোনেই এখন সবচেয়ে বেশি অনলাইনে লেনদেন করা হয় এবং ই-ব্যাঙ্কিংও করেন অনেকে। একই সঙ্গে মেল বা হোয়াটস্‌অ্যাপে অনেক জরুরি তথ্য, মেসেজ, গোপন কথাবার্তাও থাকে। সেই সব অন্য কারও হাতে চলে গেলে অনেক বড় বিপদও হতে পারে। তাই হারানো ফোন খুঁজে পাওয়ার চেষ্টা তো করবেনই, তার আগে ফোনের যাবতীয় জরুরি তথ্য সুরক্ষিত করার চেষ্টা করা প্রয়োজন।

অনেকেই হয়তো জানেন না, ফোন হাতে না থাকলেও দূর থেকেই ফোনে সেভ করা যাবতীয় ডাটা, অডিও, ভিডিও, ছবি মুছে ফেলা সম্ভব।

হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাবেন যেভাবে

ফোনের সব তথ্য মোছার আগে এই চেষ্টা করতে হবে। তার জন্য গুগ্‌লে গিয়ে “ফাইন্ড মাই ডিভাইস” ওয়েবসাইট খুলতে হবে। যে গুগ্‌ল অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা ছিল, সেই অ্যাকাউন্ট ব্যবহার করে এই ওয়েবসাইটে লগইন করুন। লগইন হলে এই ওয়েবসাইটটি আপনার ফোন ঠিক কোথায় রয়েছে, সেই লোকেশন জানার কাজ শুরু করবে। ফোনের লোকেশন খুঁজে পেলে গুগ্‌ল ম্যাপে সেই অবস্থান জানা যাবে। সেখান থেকে ফোনটি কোথায় আছে, আপনি জানতে পারবেন।

আরো পড়ুন: স্মার্টফোনে স্টোরেজ খালি করবেন যেভাবে

ফোনের ব্যক্তিগত তথ্য মোছার উপায়

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগ্‌লে গিয়ে “ফাইন্ড মাই ডিভাইস” ওয়েবসাইট খুলুন। সেখানে লগইন করার পরে “ইরেজ ডিভাইস” অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন। এ বার আপনার গুগ্‌ল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সেটি হয়ে গেলেই, কিছু ক্ষণের মধ্যেই ফোনের সব তথ্য মুছে যাবে। তবে, এর পর ফোনটি খুঁজে পেলে তাতে আর মুছে যাওয়া তথ্যগুলি পুনরুদ্ধার করতে পারবেন না।

Check Also

NFC কি? কিভাবে NFC কাজ করে? what is NFC

NFC কি? কিভাবে NFC কাজ করে? what is NFC

NFC কি? NFC বলতে “Near Field Communication” কে বুঝায়। নামেই কথা বলে, এটা দ্বারা অনেক …